জে.এম রুমান দেওয়ান, (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের প্রথম পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে সমাবেশের পূর্বেই পূর্বাচল রাজউকের মাঠে দলের নেতাকর্মীরা অবস্থান করেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পূর্বাচল নতুন শহর প্রকল্প, নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজউক কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো লাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন তিনি।
৫২ হাজার কোটি টাকা ব্যায়ে নির্মান হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রথম পাতাল মেট্রো লাইন নির্মাণকাজ। এরমধ্যে জাপানি ঋণ ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা। আর বাকি অর্থ সরকারি তহবিল থেকে মেটানো হবে। এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
দেশের প্রথম পাতাল রেলটি ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায় নির্মাণ হচ্ছে। এটি বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরই মধ্যে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে মেট্রো রেলের ডিপো নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে ডিএমটিসিএল।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post