Print Date & Time : 2 July 2025 Wednesday 10:38 pm

পানিতে ডুবে এস আই আরিফের মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গােপালনগর গ্রামের সন্তান এস আই (নি:) আরিফুর রহমান রাশেদ পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। আরিফ গােপালনগর গ্রামের মরহুম শিক্ষক লােকমান হােসেনের ছেলে।

রবিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার সময় তিনি নিজ কর্মস্থল সাতক্ষীরা জেলার কলারোয়া থানা চত্বরের পুকুরের পানিতে ডুবে মারা যান।

পারিবারিক সূত্র জানায়,রবিবার সকালের দিকে আরিফ কলারােয়া থানা চত্বরের একটি পুকুরে গােসল করছিলেন। গােসলের এক পর্যায়ে তিনি সাঁতার কাটছিলেন। সাঁতার কাটার সময় সে পানির ভিতর স্ট্রােক করেন । এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে কলারােয়া হাসপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষণা করেন।
কলারােয়া থানার ওসি নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//