মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে পানিতে ডুবে ইনরাত জাহান ও সুবর্ণা(৭) নামের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চৌধুরীহাট শিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান ওই এলাকার মো. ইকবালের কন্যা সুবর্ণা উপজেলার ফাতেয়াবাদ এলাকার মো.রাসেলের কন্যা।
জানা গেছে, দুপুরে সুবর্ণা ও ইসরাত জাহান বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। কিন্তু এরপর থেকেই তাদের পাওয়া যাচ্ছিল না। দুপুর দেড়টার দিকে এলাকা বাসীর সহায়তায় জাল মেরে পানির গভীর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে একইদিন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারীর নাজিরহাট নতুন রাস্তার মাথায় মোটরসাইকেল-বাস মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত আরিফ ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো সেলপি সড়ক এলাকার দুলাল মিয়ার ছেলে বলে জানা গেছে

Discussion about this post