Print Date & Time : 1 September 2025 Monday 4:25 pm

পানি ও জলাবন্ধাতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌর শহরে পানি ও জলাবন্ধাতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী বাসিন্দাদের মধ্যে আব্দুল জলিল, সুজা ইসলাম, শমসের আলী, মর্জিনা বেগম, মুন্নী বেগম প্রমুখ।

বক্তারা বলেন, পৌর এলাকার মধুর মোড় নামক স্থানে পানি নিষ্কাশনের ক্যানেলে প্রভাবশালীরা দেয়াল নির্মাণ করেছে। এতে করে পৌরসভার পলাশবাড়ি, কবিরাজপাড়া এবং হিংগনরায় গোরস্থান পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কয়েক শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও ময়লা পানির জমে থাকায় আবাদি জমির ফসল নষ্ট হবার পাশাপাশি মানুষ ডায়রিয়া, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

এই বিষয়ে পৌরসভার প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েও কোন সমাধান হচ্ছে না বলে ভুক্তভোগীরা জানান।বিষয়টি উদ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন এলাকা বাসিরা।