Print Date & Time : 13 May 2025 Tuesday 1:29 am

পান্টিতে লটারির নামে জুয়ার মহাযজ্ঞ

২০ টাকার লটারি কিনলেই স্বর্নালংকার, মোটরসাইকেল ও মোবাইলসহ লোভনীয় পুরস্কার । থাকছে ভাগ্য যাচায়ের এক সূবর্ন সুযোগ। লটারির নামে জুয়ার আসর বসেছে কুষ্টিয়া কুমারখালীর পান্টি বালক উচ্চ বিদ্যালয় মাঠে । শেখ রাসেল স্পোটিং ক্লাবের বিজয় মেলায় চলছে লটারির কার্যক্রম।

আয়োজক কমিটি মেলা অনুমোদনের চুক্তি লঙ্ঘন করে কৌশলে গেট প্রবেশের টিকিটের নামে বিভিন্ন গ্রামে গ্রামে মাইকিং করে বিক্রি করছে। এদিকে লটারির টিকিটে নিজেদের ধরা ছোয়ার বাইরে রাখতে রাঙামাটি বানিজ্য মেলার টিকিটও বিক্রি করছে। যা নিয়ে এলাকায় সাধারন মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন এভাবে টিকিট বিক্রি করে রাতের আধারে পালিয়ে যাবে এ চক্রটি। সাধারন মানুষের বিশ্বাস অর্জন এবং লটারির টিকিট বিক্রি বৃদ্ধি করতে স্থানীয় ডিস চ্যানেলে র‌্যাফেল ড্র: সরাসরি সম্প্রচার করছে মেলা আয়োজক কমিটি। প্রতিদিন এ র‌্যাফেল ড্র: পরিচালনা করে তুহিন নামের এক ব্যাক্তি।

সরেজমিনে দেখা যায়, র‌্যাফেল ড্রয়ের মঞ্চে সাজিয়ে রাখা হয়েছে টিভি, মোটরসাইকেলসহ নানা রকম পুরস্কার। মাইকে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। মঞ্চের সামনেই টেবিল-চেয়ার পেতে লটারি বিক্রি করছেন একাধিক লটারি বিক্রেতা। লটারির বক্সে রয়েছে বক্স নম্বর।

মুঠোফোনে যোগাযোগ করলে লটারি বিক্রির বিষয়টি সম্পূর্ন অস্বিকার করেন লটারির দায়িত্বে থাকা জুয়েল । তিনি সংবাদকে প্রভাবিত করার চেষ্টা করতে থাকেন । তিনি জানান, আমরা লটারি নয় প্রবেশ টিকিট বিক্রি করছি । এলাকায় এলাকায় গিয়ে মাইকিং করে বিক্রি করছেন এমন প্রশ্নের যথাযথ উত্তর দিতে ব্যার্থ হন তিনি । পরবর্তীতে মেলা কমিটির হাসান প্রতিবেদককে ফোন করে প্রতিবেদকের বাসায় এসে কথা বলার প্রস্তাব দেন ।

এদিকে স্থানীয়রা জানান, শতাধিক গাড়িতে করে টিকেট নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করছে লটারি।এসব লটারি-বাণিজ্য বন্ধ না হলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। মেলার নামে লটারি বন্ধ করার দাবি জানান তারা।


লটারি ও র‌্যাফেল ড্রঃ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। জেলা প্রশাসনকে জানিয়েছি। সত্যতা পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

বিষয়টি দেখে ব্যবস্থা নেবেন বলে জানান কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম।