Print Date & Time : 11 May 2025 Sunday 11:07 am

পাবনার পথ ভুলা শিশুকে উদ্ধার করলো কুড়িগ্রাম পুলিশ

পথ হারিয়ে পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এসে কান্না করছিলেন শাওন নামের এক ১১ বছর বয়সী শিশু। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ লাইনে ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এর আগে গত ১৫ জানুয়ারি সন্ধার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম সদর থানার একটি টহল টিম কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মোঃ আলামিন ওরফে শাওন (১১) কে উদ্ধার করে। থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, শাওন পাবনার ঈশ্বরদী কদমতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বাবা রফিকুল ইসলাম ,গ্যাস কোম্পানির পিকআপ চালক। বাড়িতে কেউ না থাকার সুযোগে সকালবেলা ট্রেনে উঠে চলে এসেছে। পরবর্তীতে  ঈশ্বরদী থানায় যোগাযোগ করে শাওনের বাবা মাকে খবর দেন সদর থানা পুলিশ। খবর পেয়ে শাওনের বাবা-মা ও ভাই কুড়িগ্রাম থানায় উপস্থিত হলে শাওনকে হস্তান্তর করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ লাইনে খবর পেয়ে শাওন নামের এক শিশুকে গতকাল সন্ধায় কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা হয়। আজ বিকেলে তার বাবা, মা ও ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 শাহীন আহমেদ, কুড়িগ্রাম। 

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৬,২০২৩//