Print Date & Time : 12 May 2025 Monday 4:46 pm

পাবনায় ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীসহ গ্রেফতার ৩

মজিবুল হক লাজুক , পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের চাঞ্চল্যকর দস্যুতা ও ছিনতাইয়ের ঘটনায় পাবিপ্রবি ও এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ।

এ ঘটনায় তাদের নিকট থেকে নগদ ৩১ হাজার টাকা , চার ভরি স্বর্ণ ও তাদের ব্যবহৃত তিনটি মোবইল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১২ টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদে সম্মেলনে উপরোক্ত তথ্য ও প্রেস বিফিং করেন পাবনা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম।

ঘটনার বিবরণে পুলিশ সংবাদ সম্মেলনে জানায় , গত ১০ই জানুয়ারী শহরের জহির ডাক্তারের বাড়িতে মেডিকেল রিপ্রেজেন্টিভ পরিচয়ে প্রবেশ করে ছিনতাই কারী চক্রের সদস্যরা। এ সময় জহির ডাক্তারের স্ত্রীর সন্দেহ হলে ছিনতাইকারী চক্রের সদস্যরা দ্রুত দৌড়ে পালানোর চেষ্টাকালে মোবাইলে তাদের পালানোর দৃশ্য ধারণ করেন তিনি। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমোলচনা ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনাটি ঘটার একদিনের মাথায় চক্রটি কৌশল পাল্টিয়ে প্রাইভেট টিচার পরিচয়ে শহরের বড় বাজারের মোঃ আরিফ চৌধুরীর বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করে আরিফ চৌধুরীরর অনুপস্থিতে তার স্ত্রীকে হাত পা বেধে ধাড়ালো অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িতে থাকা নগদ ৭২ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পাবনা সদর থানায় আরিফ চৌধুরী একটি দস্যুতার মামলা করলে ছিনতাই কারী চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় আটককৃত ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ঈশ্বরদী থানার দীঘা গ্রামের মৃত জমশের আলীর ছেলে মোঃ লিখন হাসান (২৪) , সরকারী এডওয়ার্ড কলেজের ইংরেজী বিভাগের দ্বিত্বীয় বর্ষের শিক্ষার্থী রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের মোঃ আব্দুল্লাহিল কাফির ছেলে মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী অনিক (২২) ও সদর থানার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া ডাংগী গ্রামের মোঃ হাতেম আলী মন্ডলের ছেলে মোঃ আবুল বাশার (২১) ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সকল অপকর্মে কীভাবে জড়িয়েছে জানাতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আমার সংবাদকে জানায় , ভারতীয় সিরিয়াল ক্রাইম প্রেট্রোল দেখে তারা এই নেক্কারজনক ঘটনার সাথে জড়িয়ে পড়েছে ।

তারা ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল থেকে ছিনতাইয়ের কৌশল শিখেছে এবং ছিনতাইয়ের ক্ষেত্রে তারা সেই কৌশলটি ব্যবহার করেছে। তারা সকলেই অত্যন্ত বুদ্ধিমান ও আইটি বিষয়ে অভিজ্ঞ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//