Print Date & Time : 2 August 2025 Saturday 11:27 pm

পায়রা বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আব্দুল্লাহ আল মামুন চৌধুরী

গোফরান পলাশ, কলাপাড়া: দেশের ততৃীয় সমুদ্র বন্দর পায়রার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

আজ তিনি পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিবেন।
আর বিদায়ী চেয়ারম্যান বাংলাদেশ নৌ-বাহিনীতে ফিরে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত আজিজুর রহমান।

এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্রগ্রাম নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারী জন প্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//