শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সুন্দরবন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সিনিয়র সাংবাদিক এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেখ দীন মাহমুদ, তপন পাল, প্রবীর জয়, শেখ খায়রুল ইসলাম, অলিউল্লাহ ও মনিরুল ইসলাম।
এসময় সর্বসম্মতিক্রমে সময়ের খবরের বিশেষ প্রতিনিধি এস এম মুস্তাফিজুর রহমান পারভেজকে সভাপতি ও অনলাইন পোর্টাল দীপ্তনিউজ২৪.কম এর সম্পাদক-প্রকাশক ও জাতীয় দৈনিক দেশ তথ্য বাংলার খুলনা সংবাদদাতা শেখ দীন মাহমুদকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৯ সদস্য বিশিষ্ট সুন্দরবন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলো, সহ-সভাপতি তপন পাল (দৈনিক জন্মভুমি), সহ-সম্পাদক প্রবীর বিশ্বাস জয় (দৈনিক দৃষ্টিপাত), কোষাধ্যক্ষ শেখ খায়রুল ইসলাম (রূপান্তর প্রতিদিন), দপ্তর ও প্রচার সম্পাদক শেখ নাদীর শাহ্ (দৈনিক রানার ও খুলনা টাইমস), নির্বাহী সদস্য মোঃ অলিউল্লাহ গাজী (সময়ের খবর), মোঃ মনিরুল ইসলাম (দৈনিক খুলনা), মোঃ ইকবাল হোসেন (দৈনিক খুলনা টাইমস)।
সভায় সুষ্ঠু সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরবন জেলা বাস্তবায়ন দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//ফ্রেব্রুয়ারী ২০,২০২৪//

Discussion about this post