নওগাঁর সাপাহারে একটি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির সাথে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দের জেরে ধরে এক শিক্ষককে সাময়িক বরখাস্তের অভিযোগ উঠেছে। উপজেলার জয়দেবপুর ইসলামীয়া দাখিল মাদরাসায় এ ঘটনাটি ঘটেছে। গত ২৯ সেপ্টেম্বর জয়,দা,মা ৯৯/২০২২ নম্বর স্মারকে ওই মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক কামরুজ্জামান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জয়দেবপুর ইসলামীয়া দাখিল মাদরাসা সহকারী মৌলভী শিক্ষক কামরুজ্জামান বলেন, আমি প্রতিষ্ঠা লগ্ন হতে সহকারী মৌলভী শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসতেছি। সম্প্রতি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সাথে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দের জেরে সুপারিনটেনডেন্ট আফতাবুদ্দীনের যোগসাজসে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন শিক্ষক কামরুজ্জামান।
জয়দেবপুর ইসলামীয়া দাখিল মাদরাসা সুপারিনটেনডেন্ট আফতাবুদ্দীন বলেন, প্রতিষ্ঠানে লেখা পড়ায় অবহেলা, প্রতিষ্ঠান প্রধানের সাথে অসদাচরণ ও গালিগালাজ করেছে সে কারনে শিক্ষক কামরুজ্জামান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জয়দেবপুর ইসলামীয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, এ বিষয়ে প্রতিষ্ঠানের স্বার্থে যেখানে যাওয়ার দরকার সেখানে যাবো। মিডিয়ার সামনে এ বিষয়ে কথা বলবোনা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর বলেন, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক কামরুজ্জামান দুজনেই আমার কাছে এসেছিলেন। পারিবারিক কোন্দল বা দ্বন্দ যাই থাকুক চাকুরী করতে হলে একটা নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রতিষ্ঠানের নিয়ম নীতির ব্যত্তয় ঘটায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, আমি কিছুই জানিনা। হয়তো চিঠিপত্র দিয়ে থাকতে পারে। আমি এই মাত্র জানলাম।
দেশতথ্য// জা// ০৫-১০-২০২২//

Discussion about this post