Print Date & Time : 22 August 2025 Friday 8:23 am

পারিবারিক সহিংসতা বিষয়ে গণশুনানি

হাটহাজারীতে নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতা বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এতে অভিযোগসমূহ নিষ্পত্তির চেষ্টা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগ এ গণশুনানি অনুষ্ঠিত হয়। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু দিন আগে  ইউনিয়ন পর্যায়ে একটি গণশুনানির আয়োজন করা হয়েছিলো। এই গণশুনানিতে অন্যান্য অভিযোগ ও সমস্যার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত বেশকিছু সমস্যা উঠে আসে।

তাই ‘উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি’ সমস্যাগুলো সমাধানের প্রক্রিয়া শুরু করে। এ প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ে এ ধরনের আরও অনেক অভিযোগ জমা পড়তে শুরু করে।

তারই ধারাবাহিকতায় আজ ১১ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে শুধু নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতা বিষয়ে গণশুনানির আয়োজন করা হয় এবং ইতোমধ্যে প্রাপ্ত অভিযোগসমূহ নিষ্পত্তির চেষ্টা করা হয়।

তিনি বলেন, লক্ষণীয়, অভিযোগকারীগণের অভিযোগ পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ অভিযোগ দীর্ঘদিনের পুরনো এবং বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেও তারা সমাধান পায়নি।

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত আশাবাদী যে, অধিকাংশ ভুক্তভোগী ‘নারী ও শিশু নির্যাতন কমিটি’র মাধ্যমে সমাধান পাবেন। যেসকল ক্ষেত্রে আইনী জটিলতা রয়েছে সেক্ষেত্রে প্রতিনিয়ত উপযুক্ত আইনী পরামর্শ ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১২,২০২২//