Print Date & Time : 20 July 2025 Sunday 12:12 am

পার্থ সারথি মিস্ত্রী নেছারাবাদের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক

পার্থ সারথি মিস্ত্রী

নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাখাতলা গ্রামের পার্থ সারথি মিস্ত্রী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির  গনিত শিক্ষক। শুক্রবার দুপুরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল হক গনি এবং শিক্ষক পার্থ সারথি মিস্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা,প্রশ্নপত্র তৈরী,আইসিটি সহ একাধিক বিষয়ে বেশি নম্বর পেয়ে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হন।

গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক সহ কমিটির সদস্যরা তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত করেন। পার্থ সারথি মিস্ত্রী গুয়ারেখা ইউনিয়নের প্রীতিষ চন্দ্র মিস্ত্রীর বড় ছেলে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২০,২০২২//