Print Date & Time : 25 May 2025 Sunday 7:07 am

পার্বতীপুরে ফিস্টুলা ১৫০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা

রুকুনুজ্জামান, পার্বতীপুর, প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস উদযাপন উপলক্ষে এক বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ল্যাম্ব হাসপাতাল থেকে মিডওয়াইফারী ও নার্সিং স্টুডেন্ট এবং চিকিৎসকরা একটি বণার্ঢ্য র‌্যালী মিশন বাজার প্রদক্ষিণ করে।

বিদেশী মিশনারী দ্বারা পরিচালিত ল্যাম্ব হাসপাতালের আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ, উইমেন হোপ কারিগরি সহায়তায় কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্টপ সাফারিং ফিমেল জেনিটাল ফিষ্টুলা সিলাস বাস্কে ও প্রজেক্ট ম্যানেজার ফিষ্টুলা নির্মূল প্রকল্পের মো: মাহাতাব লিটন।

অনুষ্ঠানে ৩ জন ফিস্টুলা সার্ভাইভারের আত্মকথন ও ফিস্টুলা সার্জন ডাঃ বেয়া রোগীদের ফিস্টুলা হওয়ার কারণ এবং চিকিৎসা বিষয়ক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় স্টুডেন্টদের পরিবেশনায় ছিল সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রতাপ বর্মন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে এখনো ২০ হাজার ফিস্টুলা রোগী শনাক্ত হয়েছে। প্রতি বছর আরও ২ হাজার রোগি যুক্ত হচ্ছে। ২০০৬ সাল হতে পার্বতীপুরে বিদেশী মিশনারি দ্বারা পরিচালিত ল্যাম্প হাসপাতালটি প্রসবকালীন ফিস্টুলা ১ হাজার ৫শ’ রোগীর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেছে। তাছাড়াও রোগীর থাকা খাওয়া যাতায়াত বহন করে হাসপাতালটি।