Print Date & Time : 7 September 2025 Sunday 7:04 am

পার্বতীপুরে মাদকসহ গ্রেফতার ২

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার‌ পার্বতীপুর পৌর এলাকার মোজাফফর নগর মহলা থেকে র‌্যাব-১৩ এর অভিযানে চালিয়ে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ আমার অহংকার’- এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাব-১৩ এর ‎আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ০৪.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার পার্বতীপুর মোজাফফর নগর মোঃ জাকির হোসেন এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে পাবতীপুর মডেল থানার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।