রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী পার্বতীপুর উপজেলার উদ্যোগে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৫ আগস্ট বিকাল ৩টা ৩০মিনিটে পার্বতীপুর কেদ্রীয় বাসটার্মিনাল এ মিছিল শুরু হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার , আমীর ইউসুফ আলী ও সেক্রেটারি আবু সায়েব নেতৃত্বে এ গণ মিছিলে অংশ নেন, হাজার হাজার নেতাকর্মী।গণ মিছিলটি পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্ম পরিষদের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন দিনাজপুর ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ি জামাতে ইসলামের আমির মাওলানা হাবিবুর রহমান, ফুলবাড়ি উপজেলা সেক্রেটারি মনজুরুল কাদের বাবু সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।
সমাবেশে বক্তাগন বলেন-,এদেশে বারবার সরকার পরিবর্তন হলেও বৈষম্যমুক্ত দেশ গঠন হয়নি। জনগণের ভোট নিয়ে রাজনৈতিকদলগুলো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেও কোন দলই জনগণের অধিকার প্রতিষ্ঠান করেনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়ি পৌরসভার সভাপতি ফরহাদ হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেক রহমান, মোঃ আবু সায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা সেক্রেটারি, পার্বতীপুর পৌর আমীর খন্দকার আশরাফুল আলম, পৌর সেক্রেটারি আশরাফুল, সাবেক পৌর আমির এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো: ইউনুছ আলী, বাইতুল মাল সেক্রেটারী পার্বতীপুর উপজেলা শাখা মনোয়ারুল ইসলাম মুন্না, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সদস্য তাজকির হোসেন প্রমূখ্য।