Print Date & Time : 25 August 2025 Monday 3:39 am

পার্বতীপুর প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুর পার্বতীপুরে দীর্ঘ প্রায় ১৫ বছর পর নির্বাচনের মাধ্যমে পার্বতীপুর প্রেস ক্লাবের ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (২২ আগষ্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এতে ৩৫ জন সদস্য ভোট প্রদান করেন। রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সিনিয়র সাংবাদিক অধ্যাপক আতাউর রহমান আহবায়ক নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিতরা হলেন- মোহাম্মদ শামসুল হুদা, মামুনুর রশীদ বিপ্লব, আব্দুল্লাহ আল মামুন, তাজকির হোসাইন, মোস্তাফিজুর রহমান বকুল, বদরুদ্দোজা বুলু, আমজাদ হোসেন ও ইফতেখার হাবিব। এর আগে বিকেল ৪টায় আহ্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
আহবায়ক কমিটি আগামী দুই মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।