Print Date & Time : 24 August 2025 Sunday 7:45 pm

পার্বতীপুর রেলস্টেশনে টিকিট কালোবাজারি আটক

রুকুনুজ্জামান পাবর্তীপুর প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারীকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০টাকা জরিমানা করে বুধবার ১১ জুন সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

জানা যায, মঙ্গলবার ১০ জুন রাত সাড়ে ৯ টায় পাবর্তীপুর রেলস্টেশনের শহীদ জিয়া রেল পার্কে, লেঃ মিরাজুল,২৮ বীর এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে, ফ্লেক্সিলোড ব্যবসার আড়ালে ট্রেনের টিকেট কালোবাজারী করে আসছিল হাকিমুল ইসলাম বাবু (৩৬) তাকে আটক করে। আটকের পর তার ব্যবহৃত মুঠোফোনে কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে রাখা একাধিক টিকেটের অনলাইন কপিসহ হাতেনাতে আটক করে যৌথবাহিনী। আটককৃত ব্যক্তি জাহানাবাদ চকপাড়া গ্রামের মৃত শফিউদ্দিনের পুত্র।

রাত সাড়ে ১০ টায় ভ্রাম্যমান আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শতটাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাবর্তীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও) মো. সাদ্দাম হোসেন । আটককৃত ব্যক্তিকে পাবর্তীপুর জিআরপি থানায় হস্তান্তর করা হয়। বুধবার ১১ জুন সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

উল্লেখ্য যে, আটককৃত ব্যক্তি হাকিমুল ইসলাম বাবু দীঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছে। তাকে ইতিপুর্বে কয়েকবার পুলিশ আটক করেছিল।

পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার, প্লাটফর্ম পরিদর্শন ছাড়াও ঢাকাগামী বিভিন্ন ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন টিকিট কাটার সময় কোন অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে কিনা জিজ্ঞাসাবাদ করে আভিযানিক দলের সদস্যরা।