বেনাপোল চেকপোষ্টে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর পেট থেকে ২ শ ৩২ গ্রাম ওজনের ২ টি স্বর্নের বার উদ্ধার করেছে বেনাপোল কাষ্টমসের শুল্ক গোয়েন্দা টিম।
শুল্ক গোয়েন্দার কর্তৃপক্ষ জানান, রবিবার (৭ মে) দুপুর ১.৩০ মিনিটের সময় ভারতগামী পাসপোর্ট যাত্রী ঢাকা জেলার দোহার থানার মজিবুর রহমানের ছেলে তানভীর রহমান (২৩) বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যাবার সময় তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করি।
প্রথমে সে স্বর্নের কথা অস্বিকার করলে তাকে পরীক্ষা নিরীক্ষার পরে পেটের মধ্যে স্বর্নের কথা স্বিকার করেন। পরে তার পেট থেকে বেলুনের মধ্যে বিশেষ লুকাইত স্বর্নগুলো উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের বাজার মুল্য ১৬ লক্ষ ২৪ হাজার টাকা। সরকারী ট্রেজারীতে স্বর্ণগুলো জমা প্রদান করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ০৭,২০২৩//

Discussion about this post