এম আনোয়ার হোসেন নিশি,
কুষ্টিয়া: মিরপুর উপজেলার পাহাড়পুর-লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫ জন এসএসসি পরীক্ষার্থীর বিদায় এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরন অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চিথলিয়া ইউপি মেম্বর হামিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যুদ্ধকালিন কমান্ডার আফতাব উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামূল হক বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক প্রধান শিক্ষক জিহাদ আলী, পাহাড়পুর সরকারী প্রাথমিক বিদ্যা্লয় পরিচালনা কমিটির সভাপতি খাইরুল ইসলাম, সমাজ সেবক আহাদ আলী খান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্পব আলী প্রমুখ।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক হামিদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইজাজুল হকসহ সকল শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য/সদস্যাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অফিস সহকরী মনিরুজ্জামার খান।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৭,২০২৪//