মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো.এমরান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার(১৭ ফেব্রুয়ারী)সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করে।
এর আগে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানএ অভিযান চালানো হয়। এসময় একটি চাঁদের গাড়ি (জিপ) জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানের বিষয়টি বুঝতে পেরে মাটিভর্তি গাড়িটি রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ির মালিক ও চালককে উক্ত স্থানে ডেকে আনা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবে না মর্মে অঙ্গীকার নেয়া হয়। এরপর পাহাড় কর্তনের দায়ে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এমরানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আবু রায়হান অভিযানের সত্যতা স্বীকার করে জানান,জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post