এসএম জামাল, কুষ্টিয়া: পরিবেশ রক্ষার আহ্বান নিয়ে এবং প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পায়ে হেঁটে কুষ্টিয়ায় এসেছেন ভারতীয় এক যুবক রোহান আগারওয়াল।
তিনি ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা এবং ভারতের পাবলিক বিশ্ববিদ্যালয় সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিজ দেশের ২৭টি রাজ্য ভ্রমণ ও জনগণকে সচেতন করার কার্যক্রম শেষে, বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে ৩৬ তম জেলা কুষ্টিয়ায় আসেন রোহান আগারওয়াল।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর হাইস্কুলে এসে পৌঁছান রোহন আগরওয়াল।
রোহানের যাত্রা উপলক্ষে আমলা সদরপুর হাইস্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন।
এসময় তিনি বলেন, রোহান আগারওয়ালের বয়স খুবই কম। কিন্তু সে অন্য দেশ থেকে হেঁটে আমাদের দেশে এসেছে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে। তার আহ্বানে আমাদের সাড়া দেওয়া উচিত।
তিনি বলেন, পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান মাটি, পানি ও বায়ু প্রতিনিয়ত প্লাস্টিক দ্বারা দূষিত হচ্ছে। এতে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। অবচেতন মনেই আমরা প্লাস্টিকদূষণে দূষিত করে ফেলেছি আমাদের অস্তিত্ব। প্লাস্টিক থেকে সবাইকে বাঁচতেই এই যুবকের এই যাত্রা। অনেক স্কুল এবং ইনস্টিটিউট পরিদর্শন করেছেন তিনি।
এর আগে গতকাল পায়ে হেঁটে ৩৬ তম জেলা কুষ্টিয়া আসেন তিনি।
আলাপকালে রোহন জানান, ভারতের নাগপুর থেকে কখনও পায়ে হেঁটে, আবার কখনও লিফট চেয়ে বিশ্বভ্রমণে বের হয়েছেন। তিনি এখন পর্যন্ত ভারতের ২৭টি রাজ্য অতিক্রম করে ৯শ দিনে ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে কুষ্টিয়ায় এসে পৌঁছেছেন।
রোহান বলেন,’আমার কোনো স্পন্সর নেই। পথে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। প্রায় সবাই আমাকে সহযোগিতা করেছেন। এ যাত্রা আমার নয়, এ যাত্রা সবার।
রোহান আগারওয়ালের মতে, এই পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়। প্রাণী-উদ্ভিদের জন্যও। তাই পরিবেশের বিষয়ে সবাইকে অবশ্যই সচেতন হওয়া দরকার। প্লাস্টিক আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে।
আগামীতে আরও ১২ থেকে ১৩টি দেশ অতিক্রম করা পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, দুই বছর আগে এই যাত্রা যখন শুরু করেন তখন রোহানের বয়স ছিল ১৮ বছর। ২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তর প্রদেশের বারানসিতে গঙ্গার তীর থেকে শুরু হয় তার হাঁটা। গেলো বছরের ৮ অক্টোবর ফেনীর বিলোনিয়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসেন তিনি। তারপর দেশের ৩৬ টি জেলা ঘুরে পৌঁছান কুষ্টিয়া।
দৈনিক দেশতথ্য//এসএইচ//