প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কিশোরগঞ্জে সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপি হাওড় বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ২০ নভেম্বর (সোমবার) বিকেলে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিআইবি’র সেমিনার কক্ষে প্রশিক্ষণের সমন্বয়ক ও পিআইবি’র প্রতিবেদক নাজমুল হাসানের সঞ্চালনায় ও পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান।
উক্ত প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কিশোরগঞ্জের ২৮জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//