নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউপির বরিয়া গ্রামের সেলিম উদ্দিন (৪২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩ দিনেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ সেলিমের পুত্র জয় আলী(২০) মিরপুর থানায় ২৫ মার্চ-২০২২ একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর-১০২৫।
থানায় নথিভুক্ত ডায়েরী সুত্রে জানা যায়, সেলিম পেশায় একজন রাজমিস্ত্রি। সে গত ২৩ মার্চ-২০২২ একই গ্রামের মান্নাফের কাঠ ফাড়াইয়ের জন্য পাশ্ববর্তী ভেড়ামারায় যাবার কথা বলে বাড়ী থেকে বেরিয়ে যাবার পর থেকেই নিখোঁজ রয়েছে।
জামাল//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ২০২২//

Discussion about this post