দৌলতপুর থানাধীন পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. ইয়াছির আরাফাত ।
গতকাল (৭ আগস্ট) রবিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার ক্যাম্পে পৌঁছালে ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াছির আরাফাত ক্যাম্প কম্পাউন্ড ঘুরে দেখেন এবং জেলা পুলিশের বৃক্ষ রোপন কর্মসূচীর ধারাবাহিকতায় ক্যাম্প কম্পাউন্ডের ভিতরে লিচু, আম ও মেহেগুনীর চারা রোপণ করেন। পরে ক্যাম্পের রক্ষিত মালামাল, মেস, পুলিশ সদস্যদের থাকার ব্যারাক প্রভৃতি পরিদর্শন করেন। ক্যাম্প এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা প্রদান করেন। ক্যাম্পে কর্মরত ফোর্সদের সুযোগ সুবিধার কথা শুনেন এবং ক্যাম্পে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মো. শিমরুল হাসান, এ এস আই মো. সোহেল রানা সহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৭,২০২২//