Print Date & Time : 2 May 2025 Friday 5:50 am

পিবিআই প্রধান বনজ কুমারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি: পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে এনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালতের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাবুল আক্তার একটি মামলা করেছে। আদালত এখনো আদেশ দেননি।

মামলার অন্য আসামিরা হলেন পিবিআই চট্টগ্রাম জেলার এসপি নাজমুল হাসান, মেট্রো এসপি নাঈমা সুলতানা, খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা, সিএমপির ডিবি বন্দর জোনের সহকারী কমিশনার একেএম মহিউদ্দিন সেলিম ও পিবিআই চট্টগ্রাম জেলার ইন্সপেক্টর কাজী এনায়েত কবির।

মামলায় নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়। সময়কাল বলা হয়, ২০২১ সালের ১০ মে সকাল পৌনে ১০টা থেকে ১৭ মে সকাল ১০টা পর্যন্ত।

আর//দৈনিক দেশতথ্য//৮  সেপ্টেম্বর-২০২২