রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সম্প্রতি ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে একশত বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ বাবদ তিন লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে । এছাড়াও শুকনো ও অন্যান্য খাবারের দুইশত প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গতকাল এ বরাদ্দ দেয়া হয় ।
প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল,১ কেজি দেশি মসুরের ডাল,১ কেজি আয়োডিনযুক্ত লবণ,১ লিটার সয়াবিন তেল,১কেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া,২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুড়াসহ মোট আটটি আইটেম রয়েছে । প্রতিটি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলে যাবে বলে আশা করা হচ্ছে ।
মঞ্জুরীকৃত ঢেউটিন,নগদ অর্থ এবং অন্যান্য খাবার সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্যের সাথে পরামর্শক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে ।

Discussion about this post