আজম রেহমান, ঠাকুরগাও : উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পাট চাষী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯ টা থেকে দিনব্যাপি এ প্রশিক্ষন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাট ও পাট বীজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে অংশ গ্রহন করেন উপজেলা কৃষি অফিসার লায়লা আরজু মান বানু, অতিরিক্ত কৃষি অফিসার বাবু নিহার রঞ্জন রায়, পাট অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন অফিসার বাবু দীলিপ কুমার মালাকার, উপ.সহকারী পাট উন্নয়ন অফিসার-পীরগঞ্জ মো: ফিরোজুর রহমান, রানীশংকৈল উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন অফিসার তানিয়া আকতার প্রমুখ।
প্রশিক্ষনে মোট ৭৫ জন পাট চাষী অংশ গ্রহন করেন। চাষীদের ৫শ’ টাকা হারে প্রশিক্ষন ভাতা, পাটের তৈরী ব্যাগ ও খাতা কলম প্রদান করা হয়।