আজম রেহমান, ঠাকুরগাঁও:: একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না এ প্রতিপাদ্য নিয়ে, ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পীরগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ৫টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট নো ফুয়েল’ লেখা ব্যানার স্থাপন করে এ ক্যাম্পেইন চালানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: খায়রুল আনাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি মোকাদ্দাস হায়াত মিলন উপস্থিত ছিলেন।
এ সময় হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদেরকে ‘নো হেলমেট নো ফুয়েল, নো হেলমেট নো ড্রাইভ, নো হেলমেট নো বাইক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। এখন থেকে হেলমেট বিহীন কোন মোটরসাইকেল চালক পীরগঞ্জের কোন পেট্রোল পাম্প হতে পেট্রোল সংগ্রহ করতে পারবে না বলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে। ১৩ জুন থেকে এ কর্মসূচী বিরতীহীনভাবে চলবে এবং জনসাধারনকে এ নির্দেশনা মেনে চলার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post