আজম রেহমান,ঠাকুরগাঁও : জেলার ঐতিহ্যবাহী ‘ পীরগঞ্জ প্রেসক্রাব’ব দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জয়নাল আবেদীন বাবুল ও নশরতে খোদা রানা পূনরায় সভাপতি ও সাধারন সম্পাদক নিবৃাচিত হযেছেন। সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্টিত হয়।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীদের মধ্যে সহ-সভাপতি ১ পদে মো: ফজলুল হক ফকির (নওরোজ), সহ.সভাপতি-২ পদে মোকাদ্দেস হায়াত মিলন (সমকাল), সহ.সাধারন সম্পাদক পদে মনসুর আহম্মেদ (খবরপত্র), অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল (ভোরের কাগজ), সাংগাঠনিক সম্পাদক বাদল হোসেন (কালবেলা), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে লাতিফুর রহমান লিমন, নির্বাহী সদস্য পদে ১-মো: আমিনুর রহমান হৃদয়, ২-মো: জিয়াউল্লাহ রিমু ও ৩- মো: নুরুন্নবী রানা নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আরিফুল্লাহ।

Discussion about this post