সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার পাটগ্রামে কুচলিবাড়ি ইউপির শমসের নগর গ্রামে পুকুর হতে বৃদ্ধ জমর উদ্দিন (৯০) লাশ ভেসে উঠেছে। তিনি দুই আগে নিখোঁজ হয়ে ছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুরের পর লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়েছে। বৃদ্ধ জমর উদ্দিন একই উপজেলার পানবাড়ী দিঘলটারী গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ মার্চ) বাড়ি বাইরে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজ হয়ে যায়। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের স্বজনরা গ্রাম মাইকিং করে। দুইদিন পর বৃদ্ধের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়েছে। বৃদ্ধর পুত্র আজিজুল হক জানান, বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়ে ছিল। এর আগেও ২-৩ বার নিখোঁজ হয়েছিল। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনা স্থলে পুলিশ গেছে। স্বজনা বৃদ্ধও লাশ বলে দাবি করেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post