রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। মূর্তিটির মূল্য প্রায় ২২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বলেন, উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোতালেব হোসেন নিজ জমিতে পুকুর খননকালে মূর্তি দেখতে পায়। তাৎক্ষণিক ধামইরহাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ৩২ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তিটির মূল্য প্রায় ২২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। আদালতের নির্দেশনা মোতাবেক মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post