Print Date & Time : 4 July 2025 Friday 5:47 pm

পুকুর থেকে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

সুদীপ্ত, লালমনিরহাট: জেলার হাতীবান্ধার উপজেলার ফকিরপাড়া রমনীগঞ্জ গ্রামের ১টি পুকুরে মর্টারশেল পুলিশ উদ্ধার করেছে।
মটারশেলটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারনা করছে পুলিশ। তিন দিন হচ্ছে মটার শেলটি উদ্ধার হয়েছে। এখনো সেখানে পুলিশ পাহাড়ায় রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রমনীগঞ্জ গ্রামের বাবু মিয়ার ছেলে সুমন (১৪) পুকুরের পানিতে গোসল করতে নামে। এসময় তার পায়ে কিছু একটা লাগে। কিশোর সুমন মর্টারশেল পেয়ে গুপ্তধন মনে করে বাড়িতে নিয়ে যায়। তার পরিবারের সদস্যরা এটা ১টি মর্টারশেল নিশ্চিত হয়ে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশ কে অবগত করে। পরে থানা পুলিশ মটারশেলটি উদ্ধার করে পুনরায় পানিতে ডুবিয়ে রাখে।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এন্তাজ আলী জানান, মার্টারশেলটি সেনাবাহিনীর নিষ্ক্রিয়করণ টিম নিষ্ক্রিয় করতে খবর দেয়া হয়েছে। তারা এসে নিষ্ক্রিয় করবে। আপাতত বিষ্ফোরণ যাতে না ঘটে তাই পুনরায় পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।

ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান খোকন জানান, মর্টারশেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের। যুদ্ধের হয়ত বিমান হামলায় ব্যবহার করা হয়েছিল। সেটি পুকুরে পরে যায়। তাই সেখানে থেকে যায়। হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান, নিষ্ক্রিয়টিম আসার অপেক্ষায় রয়েছি। পুলিশ সেখানে পাহাড়ায় রয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//