Print Date & Time : 1 July 2025 Tuesday 10:52 pm

পুজামন্ডব পরিদর্শন নেপালের রাষ্ট্রদূত

নেপালের রাষ্ট্রদূত এইচ,ই, মিঃ ঘনশৗাম ভান্ডারী সহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল লালমনিরহাটে সরকারি সফরে এসেছেন। তারা  শুক্রবার দুপুরে জেলা শহরের কালীবাড়ি শত বছরের পুরোন একই চত্বরে মসজিদ-মন্দির সেই চত্বরের  দূর্গাপুগা মন্ডব পরিদর্শন করেছেন।

এ সময় রাস্ট্রদূতের সাথে তার তিন জন সফর সঙ্গি ছিলেন। তিনি লালমনিরহাট জেলার ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্বরুপ এই মসজিদ মন্দির একই চত্বরে দেখে আশ্চর্য হন। এই জেলার মানুষের ভূয়সী প্রশংসা করেন। পরে তিনি দত্তবাড়ির দূর্গাপুজা মন্ডবও পরিদর্শনে জান বলে জানান। এ সময় জেলা প্রশাসক মোঃ আবু জাফর, এইপি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ৩০,২০২২//