আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রুশ আভিযানের যারা বিরোধিতা করছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি অবনতি করবেন না।
শুক্রবার (৪ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রসিয়া ২৪ নিউজ চ্যানেলের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
পুতিন বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের খারাপ কোনও উদ্দেশ্য নেই। আশা করছি সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না। সবার ভাবা উচিত কীভাবে সম্পর্ক স্বাভাবিক, স্বাভাবিকভাবে সহযোগিতা এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায়।
তিনি বলেন, যারা সহযোগিতায় অস্বীকৃতি জানাবে তারা নিজেদের ক্ষতি করবে। রাশিয়ারও ক্ষতি করবে। কিন্তু ক্ষতি হলেও তার দেশ নতুন দক্ষতা ও প্রকল্প তৈরি করছে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে। সূত্র : বিবিসি
দৈনিক দেশতথ্য//এল//
পুতিনের হুঁশিয়ারি
বিনোদন ডেস্ক:
উইমেনআই ডেস্ক:
চট্টগ্রাম প্রতিনিধি:
আন্তর্জাতিক ডেস্ক:
স্টাফ রিপোর্টার:
ইউক্রেনে রুশ আভিযানের যারা বিরোধিতা করছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি অবনতি করবেন না।
শুক্রবার (৪ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রসিয়া ২৪ নিউজ চ্যানেলের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
পুতিন বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের খারাপ কোনও উদ্দেশ্য নেই। আশা করছি সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না। সবার ভাবা উচিত কীভাবে সম্পর্ক স্বাভাবিক, স্বাভাবিকভাবে সহযোগিতা এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা যায়।
তিনি বলেন, যারা সহযোগিতায় অস্বীকৃতি জানাবে তারা নিজেদের ক্ষতি করবে। রাশিয়ারও ক্ষতি করবে। কিন্তু ক্ষতি হলেও তার দেশ নতুন দক্ষতা ও প্রকল্প তৈরি করছে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে। সূত্র : বিবিসি
দৈনিক দেশতথ্য//এল//