মেহেরপুরের সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মন্ডলপাড়াতে মেয়ে গর্ভবতী হওয়ায় পুত্র সন্তানের জন্য ব্যতিক্রমধর্মী মান্নত করেন নানা আব্দুল হাকিম।
অবশেষে মেয়ের পুত্র সন্তান জুনাইদ হাসান ভূমিষ্ঠ হওয়ার ৫ মাসের মাথায় মান্নতি পূরণ করতে এক দেলিয়া কালো গাজী পীরের গানের আয়োজন করেন নানা আব্দুল হাকিম।
রোববার (৭ মে), রাত সাড়ে ৮ টার দিকে সোনাপুর মন্ডলপাড়ার আমবাগানে এ গানের আয়োজন করা হয়।
৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইস্কান্দার মাহমুদ বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কালো গাজী দলের প্রধান চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিল্লাল হোসেন ও সহযোগিরা।
এসময় অন্যান্যের মধ্যে সাবেক ইউপি সদস্য মামলত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক জামান উদ্দীন, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ, সাহাবুল হক, মাতম মন্ডল, সেকেন আলী, মঈনুল ইসলাম, নূরুল ইসলাম, শাহ জালাল, ইয়াসিন আলী, আমির হামজা, ওলী আহমেদসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা ও অনুষ্ঠান শেষে কয়েকটি খাশি ছাগল জবেহ করে নৈশভোজের আয়োজন করেন, শিশু জুনাইদ হাসানের নানা আব্দুল হাকিম।
এবি//দৈনিক দেশতথ্য//মে ০৭,২০২৩//

Discussion about this post