Print Date & Time : 10 May 2025 Saturday 9:50 pm

পুরষ্কার পেলেন দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব খান

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজন আসামিকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করায় পুরষ্কার পেয়েছেন মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান
গতকাল সোমবার টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের মাসিক কল্যাণ সভায় তাকে পুরষ্কৃত করা হয় বলে আজ মঙ্গলবার (১৯ জুলাই) মো. আইয়ুব হোসেন খান জানিয়েছেন।
মির্জাপুর থানা সুত্র জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘ দিন পলাতক থাকা আসামি সোহাগপাড়া এলাকার সোহেল রানা এবং ভাওড়া এলাকার মনির হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান।
গতকাল সোমাবার জেলা পুলিশ লাইন ড্রিল সেট মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইয়ুব হোসেন খানকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আইয়ুব হোসেন খানসহ টাঙ্গাইলের ১২ থানার বেশ কয়েকজনকে পুরষ্কার দেওয়া হয়। এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, এডিশনাল এসপি রেজা, জয় পদ পাল, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসাসহ বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আইয়ুব খান বলেন, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, টাঙ্গাইলের পুলিশ সুপার এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মহোদয়ের দিক নির্দেশনায় আমি চেষ্টা করে যাচ্ছি ন্যায় নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য। এর আগেও তিনি একাধিকবার পুরষ্কার পেয়েছেন বরে জানান। তার এই পুরষ্কার প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।

দৈনিক দেশতথ্য//এল//