আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকেঃ
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ কে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
মোঃ আবুল কালাম আজাদ শ্যামনগরে অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় এবং ডাকাতির চেষ্টা কালে একাধিক ডাকাতি ,দস্যুতা ও চুরি মামলার আসামি বিশেষ করে খুলনা বিভাগের রুপসা থানার যাবুশা গ্রামের মোঃ হোসেন আলীর পুত্র বশির শেখ (৩৭) কে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র সহ গ্রেফতার করায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্যামনগর থানার ওসি কে জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ পুলিশ (সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মোহাম্মদ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদস সার্কেল মীর আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, দেবহাটা সার্কেল এস এম জামিল আহমেদ, তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post