মোঃ রাসেল, বরগুনা : ভোলা জেলা সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে বরগুনায় পুলিশ বাঁধায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে।
সোমবার (১ আগস্ট) সকাল ১১ টায় বরগুনার দলীয় কার্যালয় থেকে জেলা সেচ্ছাসেবক দল একটি মিছিল বের করলে পুলিশ তা বাঁধা দিয়ে পন্ড করে দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দল। এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল ১১ টায় নিহত আবদুর রহিমের গায়বানা নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা,যুগ্ন-আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা,সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল,জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//১ আগষ্ট-২০২২//