কুষ্টিয়ার কবুরহাটে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ফারান হোসেন (২৪) ও মেহেদী হাসান শেখ (২৬) নামের ওই দুইজন জগতি ফাঁড়ির পুলিশ হেফাজতে নিয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, শহরের চৌড়হাস আদর্শপাড়া রুপনগর এলাকার মোশাররফ হোসেন মল্লিকের ছেলে ফারান হোসেন (২৪) ও একই এলাকার চৌড়হাস ফুলতলা বড় পুকুরের পাশে বাবুল শেখের ছেলে মেহেদী হাসান শেখ (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, কবুরহাট এলাকায় একটি বাসায় পুলিশ পরিচয় দিয়ে দুইজন ব্যক্তি চাঁদার দাবি করেন। দাবির টাকা না দিতে চাইলে ওই বাড়ির দরজা ভাঙচুর করেন। এ ঘটনা দেখে পার্শ্ববর্তী মানুষজন এসে ওই দুই ব্যক্তিকে ধাওয়া করে। এক পর্যায়ে তাদের কবুরহাট বাজারের ওপর থেকে তাদেরকে ধরে ফেলে স্থানীয়রা।
এ বিষয়ে জগতি পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান মুন্নু বলেন তাদের নামে কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজীর মামলা হয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, এই দুই যুবককে প্রায়ই ওই এলাকায় মটরসাইকেলে এসে মাদক কারবারিদের সাথে ঘুরাঘুরি করতে দেখা যায়। পুলিশ পরিচয়ে মাদক কারবারিদের সাথে সখ্যতা থাকায় এলাকার বিভিন্ন পয়েন্টে দিনে রাতে প্রকাশ্যে মাফক সেবন ও মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদকের কেনাবেচা করলেও তাদের বিরুদ্ধে কেউ কোথাও অভিযোগ দিতে সাহস দেখায় না। এ ছাড়া মাদক নির্মূললে স্থানীয় জনপ্রতিনিধিদের ভুমিকাও প্রশ্নবিদ্ধ।মাদক নির্মূলে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০২,২০২২//