Print Date & Time : 11 May 2025 Sunday 3:42 am

পুলিশ পরিচয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা

হাটহাজারীতে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ক্রয় করতে এসে রাঙ্গুনিয়ার সাজ্জাদ নামের এক ব্যক্তি স্থানীয়দের হাতে প্রাইভেট কার ও ওয়াকিটকিসহ আটক হয়েছে।  

বুধবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাজ্জাদ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের শামসুল আলমের পুত্র বলে জানা গেছে । 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে মহিউদ্দিন নামের এক যুবকের কাছ থেকে মোটরসাইকেল কিনতে ১ টি প্রাইভেট কারে করে ৩ ব্যক্তি সহ উল্লেখিত স্থানে আসে অভিযুক্ত সাজ্জাদ। পরে যাচাই করার কথা বলে সাজ্জাদ মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় তার সাথে আসা তিনজন কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত সাজ্জাদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত সাজ্জাদ নিজেকে একজন সাসপেন্ড পুলিশ সদস্য বলে দাবি করে। 

হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর//দৈনিক দেশতত্য//২৩ জুন-২০২২//