Print Date & Time : 23 July 2025 Wednesday 5:22 am

পুলিশ বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা রয়েছে; আইজিপি

পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বলেছেন, দেশে আইন শৃঙ্খলার যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে।

আজ বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ীর উদ্বোধন কালে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এসব কথা বলেন। এসময় তিনি পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধন ও পরিদর্শন করেন।

তিনি বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে। এছাড়া সড়ক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট পুলিশের রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জার ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম,মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ সিলেট বিভাগের পুলিশের কর্মকর্তারা। পরে তিনি পুলিশ লাইনে একটি গাছের চারা রোপন করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//