Print Date & Time : 26 July 2025 Saturday 5:16 am

পুলিশ সদস্যদের মনোযোগী হতে বললেন আরএমপি কমিশনার

মোঃ ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ সদস্যদের আরও মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে জুন মাসের অপরাধ সংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ‘পুলিশের প্রত্যেক সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও মনোযোগী ও আন্তরিক হতে হবে। নগরবাসীর আস্থা অর্জনে পুলিশ সদস্যদের প্রতিটি কাজে পেশাদারিত্ব ও মানবিকতা বজায় রাখতে হবে।’

তিনি নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সাম্প্রতিক সময়ে কিশোর অপরাধের বিস্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চাঁদাবাজি এবং অবৈধ দখল দমনে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করেন।

তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ সময় তিনি যে কোন গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।