Print Date & Time : 7 July 2025 Monday 12:47 am

পূজা উদযাপন পরিষদের সাথে মিরপুর পৌর বিএনপির মতবিনিময় 

মিরপুর প্রতিনিধি: সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কুষ্টিয়ার মিরপুরে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মিরপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ এক মতবিনিময় সভা করেছেন।

গতকাল শনিবার (০৫ অক্টোবর) বিকেলে মিরপুর পুরাতন বাজারের রেলব্রিজ সংলগ্ন পৌর বিএনপির কার্যালয়ে মিরপুর পৌর এলাকার ০৮ টি ও ফুলবাড়িয়া ইউনিয়নের একটি পূজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি সঞ্চয় পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রশিদ বলেন – ০৫ আগষ্ট পরবর্তী সময়ে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় উপসানালয়ে নাশকতার উদ্দ্যেশ্যে হামলা চালানোর চেষ্টা করে যাচ্ছে।

কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীরা এ ব্যাপারে অত্যন্ত সজাগ রয়েছে,তাই প্রতিটি পূজা মন্দির এলাকায় আমাদের দলীয় নেতা-কর্মীরা আপনাদের পাশে আছে ও থাকবে।যে কোন প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম আলী,মিরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবলু,সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল,প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,মিরপুর পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দত্ত,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের মিরপুর উপজেলা সভাপতি সুশীল পাল।