নিজস্ব প্রতিবেদকঃ হ্যাটট্রিক বিজয়ের রেকর্ড অর্জন করে পূনরায় চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচত হলেন হাজী ছাবের আহমদ। এতে তাঁর নেতা কর্মীরা এলাকায় আনন্দ উল্লাস করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল শুক্কুর। তিনি এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাজী ছাবের আহমদ (আনারস) ৭ হাজার ৯৬১ ভোট পেয়ে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগ নেতা মুহাম্মদ সেলিম হক পান ৬ হাজার ২৮৮ ভোট।
আরেক স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চশমা প্রতীকের প্রার্থী মনির আহমদ মার্শাল পান ১২৮ ভোট।
এটা আনারস প্রতীকের ভক্তদের আবেগ ও ভালোবাসার প্রতিফলন বলে মন্তব্য করেন বিজয়ী চেয়ারম্যান হাজী ছাবের আহমদ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post