Print Date & Time : 7 May 2025 Wednesday 8:50 pm

পেছনের দরজায় ক্ষমতায় আসতে চায় বিএনপি: দিপু মনি

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী দিপু মনি বলেছেন, প্রতিটি নির্বাচনের আগে সবসময় পরিবেশ ঘোলা করে কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায় সে-চেষ্টা করে বিএনপি।

রবিবার(২৬ ফেব্রয়ারী) দুপুর ১২টায় জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুস সামাদ-পারভেজ মেমোরিয়াল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তারা একটি অবৈধ দল। অবৈধভাবেই জন্ম হয়েছে তাদের। সন্ত্রাস ও জঙ্গিবাদ করে তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পেছনের দিকে নিয়ে যায়।

শিক্ষামন্ত্রী আরো বলেন, জনগনকে সাথে নিয়ে আওয়ামীলীগ যেমন সরকারে আছে,তেমনি মাঠেও আছে,মাঠেও থাকবে। জনগনের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি শৃঙ্খলা সুরক্ষায় আওয়ামীলীগ জনগনকে সঙ্গে নিয়েই দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা।
দলের নেতাদের বিষয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা ক্ষমা চেয়েছেন তাদেরকে দল থেকে দল থেকে ক্ষমা ঘোষনা করা হয়েছে। আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে কিনা,তা ঠিক করবে মনোনয়ন বোর্ড।

এসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট বাকী বিল্লাহ ও সাধারন সম্পাদক বিজন কুমার চন্দসহ অনেকেই।

পরে শিক্ষামন্ত্রী ইসলামপুর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//