নিজস্ব প্রতিবেদক: ফাইন্যান্স বিল ২০২২-২০২৩ উপর পেশাজীবি অ্যাকাউন্ট্যান্ট সম্মেলন শনিবার আইসিএমএবি রুহুলকুদ্দুস অডিটরিয়াম নীলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত হয়। ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল অব আইসিএমএবি অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুল আমিন, প্রাক্তন সিইও, মেঘনা ব্যাংক এবং এনসিসি ব্যাংক লিমিটেড এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আইসিএএমবিএর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম এফসিএমএ।
ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন এফসিএমএ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডিবিসির সেক্রেটারী মো. নজরুল ইসলাম এফসিএমএ এবং সমাপনী বক্তব্য দেন ট্রেজারার শাহানা পারভিন এফসিএমএ।
ভ্যাট এবং আয়কর নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি এর কাউন্সিল সদস্য এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমসের অতিরিক্ত কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন এফসিএমএ এবং জনাব স্নেহাশিষ বড়–য়া এফসিএ, ফাউন্ডার পার্টনার অব স্নেহাশিষ মাহুমুদ এন্ড কোং।
অনুষ্ঠানে আইসিএমএবিএর ফেলো ও এসোসিয়েটসদস্য এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post