নিষিদ্ধ কসমেটিকস বিক্রয় করার অপরাধে ৪২ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়ার মিরপুরে মেয়াদউত্তীর্ণ কসমেটিকস এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয় করার অপরাধে ৫টি প্রতিষ্ঠান কে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দিনব্যাপী মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাদের।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয় করার অপরাধে রায়হান কসমেটিকস কে ৫ হাজার টাকা, মিতালী কসমেটিকস কে ১০ হাজার টাকা, সাজু কসমেটিকস কে ২ হাজার টাকা, বিপুল এন্ড বিজয় স্টোর কে ৫ হাজার টাকা এবং মালেক কসমেটিকস কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোছাঃ সেলিনা আখতারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১২,২০২২//

Discussion about this post