Print Date & Time : 12 May 2025 Monday 3:47 am

পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কমিটির নির্বাচন

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন-২০২৩ খ্রীঃ ১৫ ফ্রেব্রুয়ারী বুধবার অনুষ্ঠিত হয়েছে। মোট ভোট ৭৯৪ টি। এ নির্বাচনে উভয় প্যানেলের ৫ জন বিজয়ী হয়েছেন।

বর্তমান চেয়ারম্যান ফারুকুজ্জামান জন প্যানেলের ৩ জন, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ-সভাপতি ও পোড়াদহ ইউপি’র সাবেক চেয়ারম্যান আনোয়ারুজ্জামান মজনু বিশ^াস প্যানেলের ২ জন বিজয়ী হয়েছেন।

চেয়ারম্যান ফারুকুজ্জামান জন প্যানেলের মধ্যে সব চেয়ে বেশি ভোটে বিজয়ী হয়েছেন আছর মেম্বরের ভাই সুন্নত আলী, তিনি ২৯৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন, ২৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গোলজার আলী এবং সংরক্ষিত মহিলা আসনের রুমা পারভীন ৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাবেক চেয়ারম্যান আনোয়ারুজ্জামান মজনু বিশ^াস প্যানেলের ২ জন বিজয়ী হয়েছেন এর মধ্যে ২৮৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন খালেকুজ্জামান ভুট্রো, ২৬০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আব্দুর রহমান ঝন্টু।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ভোট পেয়েছেন  আব্দুল হালিম- ১৭৬ ভোট, উজ্জল হোসেন ২১৪ ভোট, নুরুল ইসলাম-১৯২ ভোট, শফিকুল ১৯৩ ভোট, শাহিনুর ইসলাম ২৩৯ ভোট, এবং সংরক্ষিত আসনের  রহিমা খাতুন ২৩৭ ভোট পেয়ে এই সম্মানীত প্রার্থীবৃন্দ পরাজিত হয়েছেন।  ফলাফল ঘোষনা করেন উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার। নির্বাচনে চলাকালিন সময় পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়ন ছিল। 

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১৫,২০২৩//