শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
শাহজাদপুরে শিশু ও নারীদের সহিংসতা নির্মূলে ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
গত মঙ্গলবার ইউনিসেফ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় এসব কর্মসূচি পালিত হয়।
শিশু ও নারীদের সহিংসতা নির্মূলের এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনের সক্রিয়াতা অভিযান শুরু হয়েছে দেশের ২৭টি জেলায়। এরই ধারাবাহিতায় শাহজাদপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় যাচাই বাছাই করে পোরজনা সরকারী প্রাথমিক বিদ্যালয় বেছে নেন ইউনিসেফের স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর স্বেচ্ছাসেবীরা।
উক্ত অনুষ্ঠানে পোরজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রাসেদ আহমেদ, কবি ও সাংবাদিক জেলহক হোসাইন, সহকারী শিক্ষকবৃন্দ,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ইউনিসেফ এর দায়িত্বে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা টিম লিডার মোঃ ছাব্বির সরকার, সিপিসিএম লাইলা ইয়াসমিনসহ অন্যান্য সেচ্ছাসেবীগণ প্রমূখ।
অনুষ্ঠান শেষে ইউনিসেফ কর্তৃক ২০০ জন ছাত্র-ছাত্রীর নাস্তা, খেলাধুলার সামগ্রী হিসেবে ১৬টি ব্যাডমিন্টন ব্যাট, ৪ বক্স ফেদার চারটি ব্যাডমিন্টন এর নেট, চারটি ফুটবল তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ আহমেদ এর হাতে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//