Print Date & Time : 7 May 2025 Wednesday 4:34 pm

পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল

রহমতের মাস রমজান। রমজানের সওয়াব ভাগা-ভাগি করে নিতে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দেওয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও শৈলকুপার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদারসহ সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ এপ্রিল ২০২৩